ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৯ জুলাই ২০১৬

বগুড়ায় নিজ বাড়ির শোবারঘরে গুলিবিদ্ধ গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তারাজুল ইসলাম মারা গেছেন। ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৩টায় মারা যান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান তারাজুল ইসলাম গাবতলী উপজেলার আটবাড়িয়ার গ্রামের বাড়ি ঘুমিয়ে ছিলেন। ভোরে অজ্ঞাত দুই ব্যক্তি শোবারঘরের জানালায় গিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য নক করে। এ সময় চেয়ারম্যানের স্ত্রী জানালা খুলে দিলে দুর্বৃত্তরা তারাজুলের সঙ্গে কথা বলতে চায়। তারাজুল বিছানা থেকে মাথা উঁচু করার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা গুলি ছুড়লে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

দ্রুত তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক অপারেশন করে তার মাথা থেকে গুলি বের করতে ব্যর্থ হন। এরপর লাইফ সাপোর্টে রাখা হয় তারাজুল ইসলামকে। বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

নিহতের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারাজুলের মরদেহ নিয়ে বগুড়ার উদ্দেশ্যে স্বজনরা রওনা হয়েছেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান তারাজুল ইসলাম বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। বর্তমানে জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতেও তার নাম রয়েছে বলে জানা গেছে। তিনি বগুড়া শহরের রহমাননগর এলাকায় বসবাস করেন। ঈদ উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন।

এআরএ/এমএস

আরও পড়ুন