জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান
জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সকল শ্রেণি-পেশার সবাইকে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার বিকেলে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ধর্মের নামে যারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, তাদের কোনো ছাড় দেয়া হবে না। এরা ইসলামের শত্রু, মানবতার শত্রু। সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানের আয়োজনে সমাবেশে আরো বক্তব্য রাখেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম নূরুজ্জামান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. আজিমুদ্দীন বিশ্বাস, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ।
এসময় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা জঙ্গি দমনে পুলিশ বিশেষ ভূমিকা পালন করায় ধন্যবাদ জানানো হয়। সমাবেশে হামলায় নিহত দুই কনস্টেবলের আত্মত্যাগের কথাও তুলে ধরা হয়।
এর আগে দুপুরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় বর্বরোচিত জঙ্গি হামলায় ঘটনাস্থল পরিদর্শন করেন আইজিপি। পরিদর্শন শেষে তিনি হামলার সময় নিহত ঝর্ণা রানীর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
নূর মোহাম্মদ/এআরএ/এমএস