ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে পৃথক ঘটনায় ৩ শিশুসহ ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০৯ জুলাই ২০১৬

টাঙ্গাইলে পৃথক ঘটনায় ৩ শিশুসহ ৪ জন মারা গেছে। জেলার নাগরপুরে পানিতে ডুবে সুরভী আক্তার (১০) ও সুমাইয়া (১২) নামে দুই শিশু, ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় স্বপ্ন (৫) নামে আরেক শিশু ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের ক্ষুদিরামপুর এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে। শনিবার এসব ঘটনা ঘটে।

নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক জানান, শনিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের শহরতলীর দুয়াজানী কলেজ পাড়া গ্রামের মো. জামিল ব্যাপারীর শিশুপুত্র স্বপ্ন যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছলে পিছন থেকে ব্যাটারী চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

এদিকে ঢাকার মিরপুর এলাকার মনির হোসেনের কন্যা সুরভি ও গাজীপুর কোনাবাড়ী এলাকার সুমাইয়া ঈদের ছুটিতে মারমা গ্রামের আব্দুল হাকিমের বাড়িতে বেড়াতে আসে। পরে তারা বিকেলে উপজেলা দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীতে গোসল করতে গেলে তারা তলিয়ে যায়। পরে রাত ৯টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ক্ষুদিরামপুর এলাকায় বাস চাপায় নিহত অজ্ঞাত নামা এক ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/জেএইচ