ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় `বন্দুকযুদ্ধে` বিএনপি নেতা নিহত

প্রকাশিত: ০৫:০৭ এএম, ১০ জুলাই ২০১৬

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাশিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লা নিহত হয়েছেন। রোববার ভোররাতে গাংহাটি এলাকার চোরাখাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় শাটারগান ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

নিহত অলিউল্লাহ মোল্লা কাশিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জয়নগর গ্রামের একরামুল হক মোল্লার ছেলে।
 
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা (এসআই) কামাল হোসেন জাগো নিউজকে জানান, রাতে শ্যামনগর থানার এসআই সুধাংশুর নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনাকালে চোরাখালের কালভার্টের ওপর অবস্থান নেয়। এসময় উত্তর দিক থেকে আসা কয়েকটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ২/৩টি বোমা নিক্ষেপ করে ও গুলি চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

এসময় পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একটি মোটরসাইকেল পড়ে যায়। পরে দুই সন্ত্রাসী মোটরসাইকেল ফেলে এবং অন্যরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহত সন্ত্রাসীকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরবর্তীতে জানা যায় নিহত সন্ত্রাসী জয়নগর গ্রামের একরামুল হক মোল্লার ছেলে সন্ত্রাসী অলিউল্লাহ মোল্লা। সে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর নেতা। তার বিরুদ্ধে সাতক্ষীরাসহ পার্শ্ববর্তী বিভিন্ন থানায় হত্যা, প্রতারণা, নাশকতা ও চাঁদাবাজিসহ কমপক্ষে ১৩টি মামলা রয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর