দিনাজপুরে কয়েদির মৃত্যু
দিনাজপুর কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মো. মনসুর আলী (৪৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মনসুর আলী দিনাজপুর ২ নম্বর উপশহরের মো. শামসুল আলমের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, ১৩ জুন মাদক দ্রব্য মামলায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ১ মাসের সাজা হয় দিনাজপুর ২ নম্বর উপশহরের মো. শামসুল আলমের ছেলে মো. মনসুর আলীর। তার কয়েদি নম্বর-৩০৯৭। আগামী ১২ জুলাই তার মুক্তি পাওয়ার কথা।
শনিবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে জেল হাসপাতালে ভর্তি করা হয়।পরে তাকে রোববার সকাল ৮টা ৪০মিনিটে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতেল ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার মো. আবু সাঈদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত সকল প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমদাদুল হক মিলন/এফএ/পিআর