ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১০ জুলাই ২০১৬

নওগাঁর ধামইরহাট সিমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে গোলাপ হোসেন (৩৪) নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ১১ টার দিকে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার চকরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাপ হোসেন ধামইরহাট উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত খয়রুল হোসেনের ছেলে।

এদিকে, ঘটনার পর ভারতের চকরামপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। জানতে পেরে রোববার সকালে নিহতের মরদেহ ফেরত চেয়ে বাংলাদেশ বর্ডার গার্ড-১৪ পত্নীতলা ব্যাটলিয়নের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চকিরাম সিমান্তের ২৫৬/৩ এফ সিমান্ত দিয়ে শনিবার রাত ১০টার দিকে বাংলাদেশ থেকে ৮/১০ জনের এক দল সংঘবদ্ধ চোরাকারবারি মালামাল নিয়ে ভারতে যায়। রাত ১১ টার দিকে ভারতের চকরামপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা ভারতের প্রায় তিনশ গজ অভ্যন্তরে চোরাকারবারিদের দেখতে পেয়ে ধাওয়া করে।

এসময় চোরাকারবারিরা বিএসএফের হাতে গ্রেফতার ঠেকাতে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলে গোলাপ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও অন্যরা বাংলাদেশে পালিয়ে আসে। পরে বিএসএফের সদস্যরা নিহতের মরদেহ নিয়ে যায়।

বাংলাদেশ বর্ডার গার্ড-১৪ পত্নীতলা ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি জানতে পেরে নিহতের মরদেহ ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

আব্বাস আলী/এফএ/পিআর