ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ০১:১১ পিএম, ১০ জুলাই ২০১৬

নরসিংদীর রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত আব্দুর রহিমের (৩৫) মৃত্যু হয়েছে। রোববার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রহিম (৩৫) চানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।

সংঘর্ষ আহত রহিমের পিতা নাজিম উদ্দিনও গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে নিহত আওয়ামী লীগ নেতার মরদেহ এলাকায় আনতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বাড়িঘর ছেড়ে চলে গেছে বহু পরিবার।

ঈদের আগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. কাদির ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়ার সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। আর এরই জের ধরে গত ৮ জুলাই শুক্রবার বাবুল মিয়ার সমর্থকরা কালিকাপুর গ্রামে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র ও ককটেল নিয়ে কালিকাপুর গ্রামে হামলা চালায়।

হামলাকারীরা প্রায় ১০০ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

আহতরা হলো- আব্দুর রহিম ও তার বাবা নাজিম উদ্দিন (৫৫), অষ্টম শ্রেণির ছাত্রী রিপা বেগম (১৪), তাজুল ইসলাম (৪৭) ও শহিদ মিয়া (৫৫)। এর মধ্যে আহত আব্দুর রহিমকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান।

সঞ্জিত সাহা/এআরএ/এবিএস