ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খোঁজ মেলেনি নাগরপুরের দুই শিশুর

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১০ জুলাই ২০১৬

খোঁজ মেলেনি টাঙ্গাইল নাগরপুরের যমুনা নদীতে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে ডুবে যাওয়া সুরভী (১০) ও সুমাইয়া (১২) নামে দুই শিশুর। রোববার সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে তাদের খোঁজে এখনো নদীর পাড়ে অপেক্ষায় প্রতিবেশি ও স্বজনরা। স্বজনদের আহাজারি আর বুক ফাটা আর্তনাদে ভারি হয়ে উঠেছে যমুনা নদীর পূর্ব পাড়ের আকাশ-বাতাস। প্রিয় সন্তানের মুখ শেষবারের মতো দেখতে না পারার বেদনা ও শোকে স্তব্ধ স্বজনরা।
এ ব্যাপারে নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক জানান, রাজধানী ঢাকার মিরপুর এলাকার মনির হোসেনের মেয়ে সুরভী আক্তার ও গাজীপুর কোনাবাড়ী এলাকার সুমাইয়া ঈদের ছুটিতে মামা হাকিমের বাড়ি বেড়াতে আসে। শনিবার বিকেলে তারা যমুনা নদীতে গোসল করতে যায়। এসময় তারা দুজনই পানিতে তলিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ।

ভাড়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু বক্কার জানান, ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালিয়েও তাদের পাওয়া যায়নি।

আরিফ উর রহমান টগর/এআরএ/এবিএস