ওসি ও মেয়রের নামে চলছে নীরব চাঁদাবাজি
ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার মেয়র শাহীনুর রহমান রিন্টু ও পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিনের দোহায় দিয়ে চলছে চাঁদাবাজি।
জাতীয় রিকশা ভ্যান শ্রমিক ফেডারশনের ঝিনাইদহের সেক্রেটারি জামাল, হরিনাকুন্ডুর সভাপতি সাহাবুদ্দিন ও সেক্রেটারি শরিফুল জানিয়েছেন, প্রায় ৭০০ রিকশা ভ্যান ও অন্যান্য ছোট বাহন থেকে প্রায় ৩ বছর যাবৎ অবৈধভাবে জোর পুর্বক অর্ধকোটি টাকা আদায় করছে আওয়ামী লীগের ক্যাডার নামধারি ঝিনাইদহের হরিনাকুন্ডুর ঝড়ু, মারুফ, চাঁন, জহুরুল ও নাজের।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ৭০০ মটরভ্যান, নসিমন, করিমন, আলসসাধুসহ একাধিক গাড়ি থেকে প্রতিনিয়ত ১০ টাকা ও মাসে ১০০ টাকা করে চাঁদা আদায় করছে। সঙ্গে হরিনাকুন্ডু পৌরসভার ১০ টাকার চাঁদা আদায়ের রশিদ নামে ১০ টাকার রশিদ হাতে ধরিয়ে দেয়া হচ্ছে। 
এদিকে, হরিনাকুন্ডু থানা পুলিশের ওসি ও পৌরসভার দোহায় দিয়ে দীর্ঘ দুই বছর ধরে বিপুল অঙ্কের চাঁদা আদায় করে নিজেদের পকেট ভরেছে বলে মটরভ্যান, নসিমন, করিমন, আলমসাধুসহ একাধিক গাড়ির মালিকেরা জানিয়েছেন।
তবে বাস্তবে ওসির নিকট বা পৌরসভায় কোনো প্রকার টাকা জমা হয়না বলে জানিয়েছেন একটি সূত্র।
এদিকে এসব অভিযোগ অস্বিকার করেছেন হরিনাকুন্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও হরিনাকুন্ডু পৌরসভার মেয়র।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস