ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অস্ত্রসহ শিবির ক্যাডার গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩৫ এএম, ১১ জুলাই ২০১৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র ও গুলিসহ আকরাম হোসেন (২৬) নামে এক শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে দয়রামপুর কামিল মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আকরাম হোসেন ওই উপজেলার এড়ান্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করার জন্য বেশ কিছু শিবির ক্যাডার ওই মাদরাসায় গোপন বৈঠক করছিলেন। গোপন খবরের ভিত্তিতে জানতে পেরে দ্রুত ওই স্থানে গিয়ে অভিযান চালিয়ে আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়। সেসময় অন্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ১টি সাটার গান, ১০ রাউন্ড রাইফেলের গুলি, ১৫টি জিহাদি বই, ১টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া, ৩টি রামদা, ১টি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন চৌধুরী জানান, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর