ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু
মাগুরা-মহম্মদপুর সড়কের বরুণাতৈল এলাকায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে সুলতানা রহমান লিপি (৪০) নামে এক স্কুল শিক্ষিকার মুত্যু হয়েছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতানা মাগুরা সদর উপজেলার বারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
তিনি মাগুরা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের বড় মেয়ে।
স্কুলের সহকারী শিক্ষিকা লুবনা রহমান জাগো নিউজকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে সুলতানা রহমান লিপিসহ চারজন শিক্ষিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি ইজিবাইকে মাগুরা শহরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে মাগুরা-মহম্মদপুর সড়কের বরুণাতৈল ব্রিজ এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত সহকর্মী লিপির গলায় থাকা ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জাগো নিউজকে জানিয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা।
আরাফাত হোসেন/এআরএ/এবিএস