ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিনা টিকেটে রেল ভ্রমণের দায়ে ২০৪ যাত্রীর জরিমানা

প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১১ জুলাই ২০১৬

বিনা টিকেটে রেল ভ্রমণের দায়ে দিনাজপুরের পার্বতীপুরে ২০৪ জন যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ভাড়াসহ ২৭ হাজার ১১০ টাকা জরিমানা আদায় করা হয়।

পার্বতীপুর পশ্চিম রেলওয়ের নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট শাহ আলম ভুইয়া সোমবার জাগো নিজউকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ আলম জানান, রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্বতীপুর রেলওয়ে জংশনে অবস্থানরত বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অভিযান চালানো হয়। এসময় রেলওয়ের একটি বিশেষ টিকেট চেকিং দল বিনা টিকেটে যাত্রীদের আটক করে ভাড়াসহ জরিমানা আদায় করে।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে জংশনের কর্তব্যরত টিকিট কালেক্টর আমিরুল হক জাহেদী জানান, বিনা টিকেটে রেল ভ্রমণকারী যাত্রীদের আটক করতে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ অভিযান পরিচালনা করেছে।

এমদাদুল হক মিলন/এএম/এআরএ/এবিএস