ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে ককটেলসহ ৫ শিবির নেতা আটক

প্রকাশিত: ১১:১২ এএম, ১২ জুলাই ২০১৬

দিনাজপুর শহরের রামনগর এলাকায় ২১টি ককটেল ও বিপুল পরিমাণ জিহাদি বইসহ জামায়াত-শিবিরের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে। সোমবার মধ্যরাতে শহরের রামনগর লেবুর মোড় এলাকার বাবুল হোসেনের বাসায় গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বোচাগঞ্জ উপজেলার বকুলতলা মহেশপুর গ্রামের ডা. তারিকুল ইসলামের ছেলে জেলা উত্তর শিবির সভাপতি মো. আমানুল্লা সরকার (২৭), বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে বীরগঞ্জ উপজেলা শিবির সভাপতি মো. হবিবর রহমান (২৩), কাহারোল উপজেলার রোকনপুর গ্রামের জয়নুল আবেদীনের ছেলে জেলা শিবিরের অফিস সেক্রেটারি তারিক আবেদীন (২২), পার্বতীপুর উপজেলার সুলতানপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে শিবির সদস্য বিপ্লব হোসেন (২১) ও দামাইখুড়ী গ্রামের মো. আজিজুল হকের ছেলে শিবির সদস্য আল-আমীন হোসেন (২২)।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ান রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার পরিকল্পনার প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে সোমবার মধ্যরাতে শহরের রামনগর লেবুর মোড় এলাকার বাবুল হোসেন মেসে অভিযান চালানো হয়। এসময় ২১টি ককটেল, বিপুল জিহাদি বই ও সাংগঠনিক কাগজপত্রসহ ইসলামী ছাত্রশিবিরের পাঁচ নেতাকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে নাশকতার পরিকল্পনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

এমদাদুল হক মিলনএএম/এআরএ/এবিএস