মেয়র গউছ বরখাস্ত
হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গউছের ব্যক্তিগত সহকারী সুরঞ্জিত দাস মেয়রকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগের উপ-সচিব মো. খলিলুর রহমান এই আদেশ জারি করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় আদেশটি হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে আসে।
আদেশে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করে প্যানেল মেয়র-১ কে মেয়রের আর্থিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে সম্প্রতি কিবরিয়া হত্যা মামলার সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
এরপর গত ২১ ডিসেম্বর ওই ১১ জনকে গ্রেফতারে পরোয়ানা জারি করে আদালত। গত ২৬ ডিসেম্বর জি কে গউছ আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।