অষ্টগ্রামে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
কিশোরগঞ্জের অষ্টগ্রামে হত্যা মামলায় সাইদুর রহমান ওরফে সাদু নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইদুর রহমান সাদু অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার।
অষ্টগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা জানান, সাইদুর আদমপুর মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি ও হবিগঞ্জের লাখাই থানার ডাকাতি মামলাসহ কয়েকটি মামলার আসামি।
উল্লেখ্য, গত ৬ জুলাই আদমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার সাইদুর রহমান সাদু ও পরাজিত মেম্বার সবুজ মিয়া এ দুই পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে মাহাবুব মিয়া (৩৩) নামে এক ব্যক্তি নিহত হন।
এ ঘটনায় নিহত মাহাবুবের ভাই দেলোয়ার হোসেন অষ্টগ্রাম থানায় সাইদুর রহমান সাদুকে প্রধান আসামি করে নাম উল্লেখসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নূর মোহাম্মদ/এফএ/পিআর