ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাভারে ফেনসিডিলসহ আটক ৪

প্রকাশিত: ০৫:১৩ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

সাভারের পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন তপন চন্দ্র পাল (৪৫), শ্রী সঙ্কর ঘোষ (৩৮), জাবির হোসেন সেন্টু (৩২) ও মো. রনি (১৮) । আটকরা সবাই নামাবাজার এলাকার বাসিন্দা।

মঙ্গলবার রাতে পৌর এলাকার নামাবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে ‌র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-৪ ক্যাম্পের পরিচালক মেজর আরিফ জানান, আটকেরা দীর্ঘ দিন ধরে নামাবাজার এলাকায় মাদক সেবন ও বিক্রি করে আসছিল। এ ঘটনায় সাভার মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে।