জুয়া খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত অর্ধশতাধিক
মাদারীপুরের রাজৈর উপজেলায় জুয়া খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার উপজেলার টেকেরহাট বন্দরের ঢাকা-বরিশাল মহাসড়কের হ্যামিল্টন ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এসময় রাস্তার উভয় পাশে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে মাদারীপুর জেলা প্রশাসক মো. কামালউদ্দিন বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন। এরপর তারা উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। পরে রাস্তার ব্যারিকেড তুলে নিলে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ব্রিজের গোড়ায় রাস্তার উপর এক বছর ধরে সংঘবদ্ধ জুয়াড়িরা তিন তাসের জুয়া খেলে আসছিল।
বুধবার দুপুর ১টার দিকে রাজৈর পৌরসভার কমিশনার বাবুল বাঘার ভাই আরিফুর রহমান টিপু বাঘা তিন তাস খেলার প্রতিবাদ করেন। এসময় সংঘবদ্ধ জুয়াড়িরা তাকে মারপিট করে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে টিপুর স্বজনরা এসে এর প্রতিবাদ জানায়। কথাকাকাটির একপর্যায়ে তাদেরও মারপিট করে জুয়াড়িরা। পরে এ সংঘর্ষ পূর্ব পশ্চিমে ভাগ হয়ে পশ্চিমে ঘোষালকান্দি ও পূর্বে পূর্ব সরমঙ্গল গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। আহতদের রাজৈর হাসপাতাল ও টেকেরহাটের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে একদল হামলাকারী পাশের বালিকা বিদ্যালয়ে প্রবেশ করে হামলা চালায়। ফলে ছাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করতে থাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
নাসিরুল হক/এআরএ/এবিএস