সিলেটে ট্রাকে আগুন
হরতাল ও লাগাতার অবরোধকে ঘিরে সিলেট নগরীতে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বন্দরবাজার এলাকার রং মহল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে নগরীর রং মহল টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা একটি বড় ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পরে পাশের একটি রেস্টুরেন্টের কর্মচারী ও আশপাশের ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় ট্রাকের তেমন কোনো ক্ষতি হয়নি। পরে ট্রাকটি চলে যায়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, কে বা কারা ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তা জানা যায়নি।