ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘুমন্ত অবস্থায় অন্তঃসত্ত্বাকে এসিড নিক্ষেপ

প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৩ জুলাই ২০১৬

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব অরঙ্গবাগ এলাকায় ঘুমন্ত অবস্থায় পারুল আক্তার (২৫) নামে এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তার গলা ও হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। মঙ্গলবার গভীর রাতে জানালা দিয়ে ওই গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পারুল অরঙ্গবাদ গ্রামের দুবাইপ্রবাসী হোসেন আলীর স্ত্রী এবং পার্শ্ববর্তী সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামের নুরু মিয়ার মেয়ে।

পারুল আক্তার সাংবাদিকদের জানান, তাদের সাত বছরের একটি ছেলে সন্তান আছে। নাম তামিন আহমেদ। বর্তমানে তিনি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। ছুটি শেষে সাত মাস আগে আবার দুবাই চলে গেছে তার স্বামী হোসেন। সেখানে যাওয়ার কিছুদিন পরে কোনো কারণ ছাড়াই মুঠোফোনে মৌখিকভাবে তাকে তালাক দেন হোসেন।

লিখিতভাবে তালাকের কাগজপত্র না পাওয়ায় ছেলেকে নিয়ে স্বামীর বাড়িতেই থাকছেন তিনি। কিন্তু হোসেনের পরামর্শে শাশুড়ি ও দেবরসহ বাড়ির লোকজন তাকে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করছিলেন।

এমনকি বাবার বাড়িতে তাড়িয়ে দেয়ার চেষ্টাও করছিলেন তারা। এ নিয়ে কয়েকবার ঘরোয়া আলোচনাও করা হয়। এরইমধ্যে গত রাতে নিজ ঘরে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন পারুল। রাত ২টার দিকে খোলা জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় তার শরীরে এসিড নিক্ষেপ করা হয়। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশিরা এগিয়ে আসেন এবং শরীরে ঠান্ডা পানি ঢালেন।

কে বা কারা এসিড নিক্ষেপ করেছে, তা বলতে পারেননি ওই গৃহবধূ। তবে তাকে তাড়াতে স্বামীর বাড়ির কেউ এসিড নিক্ষেপ করেছে বলে ধারণা করছেন তিনি।

পারুলের বাবা নুরু মিয়া জানান, পারুলকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই গৃহবধূর চিকিৎসা সনদ অনুযায়ী ও অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বি. এম খোরশেদ/এএম/এআরএ/এবিএস