রাজবাড়ীতে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম
রাজবাড়ী সরকারি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে তার সহপাঠীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহত নাজমুল হোসেন ফাহাদ একই কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ফাহাদ জেলা সদরের সজ্জনকান্দা এলাকার ইফতেখারুল ইসলাম রাজুর ছেলে।
ফাহাদের স্বজনেরা জানায়, দীর্ঘদিন ধরে কয়েক সহপাঠীর সঙ্গে ফাহাদের বিরোধ চলছিল। বুধবার দুপুরে একা পেয়ে ৭/৮ জন সহপাঠী তাকে কুপিয়ে জখম করে। পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়।
রাজবাড়ী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পলাশ শিকদার জানান, ফাহাদের পেটে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান