ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গিদের নারকীয় তাণ্ডবের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশিত: ১০:৩৩ পিএম, ১৩ জুলাই ২০১৬

সন্ত্রাস ও জঙ্গিবাদের নারকীয় তাণ্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

বুধবার বিকেল ৫টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার, ডা. পূর্ণিমা দত্ত প্রমুখ।

বক্তারা এ সময় গুলশানে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও জঙ্গিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানান।

রুবেলুর রহমান/বিএ