ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কলমাকান্দায় শিক্ষক হত্যা মামলায় আটক ২

প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৫ জুলাই ২০১৬

জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের শিক্ষক গোপিরঞ্জন সরকার হত্যা মামলায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকদের শুক্রবার সাত দিন করে রিমান্ড চেয়ে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ই জুলাই (সোমবার) দিবাগত রাতে বাসা থেকে গোপিরঞ্জন সরকার বের হন। রাতে আর বাসায় ফিরেননি। অনেক খোঁজাখুজির পর স্বামীর কোনো সন্ধান না পেয়ে তার স্ত্রী কণিকা সরকার পরদিন মঙ্গলবার  (১২ জুলাই) কলমাকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং-৪৩০। পরে মঙ্গলবার সন্ধ্যায় কলমাকান্দা সদর ইউনিয়নের আনন্দপুর গ্রামের ক্ষুদ্র জলাসয় থেকে গোপিরঞ্জন সরকারের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত ভুক্তভোগীর পেন্টের পকেট থেকে রেকটি ফাইড স্পিড অ্যালকোহল জাতীয় মাদক দ্রব্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্য বুধবার নেত্রকোণা আধুনিক হাসপাতালে পাঠায়। মৃত গোপিরঞ্জনের স্ত্রী কণিকা সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১১।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম মিজানুর রহমান মিজান জাগো নিউজকে জানান, মোবাইল ফোনের কল লিস্ট যাচাই করে মাদক সেবক ফরিদ মিয়া (৪৮) ও অজিত চন্দ্র সরকারকে (৪৭) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। নিহত শিক্ষক গোপিরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে শিক্ষকতার অন্তরালে মাদক বিক্রিসহ নিজেও সেবন করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আটকদের শুক্রবার সাত দিন করে রিমান্ড চেয়ে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. আবু বক্কর ছিদ্দিক জাগো নিউজকে জানান, পুলিশ খুব সতর্কতার সহিত মামলাটি তদন্ত চালিয়ে যাচ্ছে।        

কামাল হোসাইন/একে