ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় বয়লার বিস্ফোরণে নিহত ২

প্রকাশিত: ০৭:০৯ এএম, ১৬ জুলাই ২০১৬

নওগাঁ সদর উপজেলার লস্করপুর এলাকায় মেসার্স রাম অটোমেটিকস রাইস মিলের বয়লার বিস্ফোরণে আনোয়ার হোসেন অরফে হামিদুল ইসলাম (২৮) এবং সায়েদ হোসেন নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন সদর উপজেলার লক্ষ্মণপুর গ্রামের হানিফের ছেলে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আহতরা হলেন, সাদেক আলী (৫০), আব্দুল গফুর (৩২), বাবু (৩৫), শহিদুল (৩০), দুলাল (৩৪) ও আব্দুল বারিক।

শ্রমিক নাহিদ হোসেন ও মতিন জানান, বয়লারে ধান সেদ্ধ করার জন্য রাত ৩টা থেকে ৮ জন শ্রমিক কাজ করছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ করে গ্যাসের চুলায় বিস্ফোরণ হয়। এসময় শ্রমিকরা গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে আনোয়ার হোসেন মারা যান।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, আহত অপর ৭ জনকে নওগাঁ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সায়েদ হোসেন মারা যান। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

আব্বাস আলী/এফএ

আরও পড়ুন