ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে রেলের ফিসপ্লেট তুলেছে অবরোধকারীরা

প্রকাশিত: ০২:৫৩ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

জয়পুরহাট জেলার উড়ি এলাকায় রেলের ফিসপ্লেট তুলে ফেলায় জয়পুরহাটের সঙ্গে ঢাকা, রাজশাহী ও খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর রাতে জয়পুরহাট-জামালগঞ্জ রেললাইনের উড়ি মাধপাড়া ব্রিজ এলাকায় রেলের ৩৬ফুট ফিসপ্লেট তুলে ফেলে অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রেল বিভাগের সঙ্গে যোগাযোগ করে লাইন মেরামতের কাজ করছে।

জয়পুরহাট স্টেশন মাস্টার আব্দুস সালাম জানান, লাইন তুলে ফেলায় আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে। তবে এমুহুর্তে কোনো ট্রেন আটকা নেই বলেও জানান তিনি।