ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৬ জুলাই ২০১৬

জমি দখলকে কেন্দ্র করে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মো. সাহের আলী ওরফে কান্দুরা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাহের আলী সদর থানার বল্লমঝাড় ইউনিয়নের খামার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

স্থানীয়রা জানায়, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনায় সাহের আলীর মৃত্যু হয়েছে।

এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে সাহের আলীর সঙ্গে একই গ্রামের দেলদার হোসেনের ছেলে খোকন মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে সাহের আলী ও খোকনের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে খোকনের লোকজনের হামলায় সাহের আলী ঘটনাস্থলেই মারা যান।
 
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় হত্যা মামলা দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মেহেদী হাসান।

অমিত দাশ/এএম/এমএএস/আরআইপি