ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৫

প্রকাশিত: ০৪:৪১ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

বিএনপির ডাকা লাগাতার অবরোধের তৃতীয় দিনে খুলনা নগরীতে বিএনপি নেতাকর্মীরাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের (এসটিভি) এক ক্যামেরাম্যানসহ ৫ বাসযাত্রী আহত হয়েছেন।   

বৃহস্পতিবার সকাল ৮টায় নগরীর পিটিআই মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার শেখ মনিরুজ্জামান। সংঘর্ষের সময় দুটি বাস ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা।

উপকমিশনার শেখ মনিরুজ্জামান জানান, সকালে বিএনপি নেতাকর্মীরা নগরীতে মিছিল বের করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পিকেটাররা ইট-পাটকেল ছুড়ে মারলে পুলিশও নিরাপত্তার স্বার্থে ২ রাউন্ড গুলি ও ৪টি টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপি নেতাকর্মীদের ছুড়া ইটের আঘাতে বাসের ৫ যাত্রী এবং এসএ টিভির ক্যামেরাম্যান রকিবুল ইসলাম মতি আহত হন ও তার ক্যামেরার ক্ষতি হয়।