ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গি সন্দেহে আটক চবি শিক্ষার্থী ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৬ জুলাই ২০১৬

মাগুরায় সদর উপজেলায় জঙ্গি সন্দেহে আটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল নূরের (২২) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
রিমান্ড শুনানির নির্ধারিত দিনে শনিবার দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চম্পা বসুর আদালতে তাকে হাজির করা হয়। এ সময় পূর্বে করা পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
আটক নূর চট্টগ্রামের পটিয়া এলাকার সৌদি প্রাবাসী আব্দুর রশিদের ছেলে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলার পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শালিখা থানার সীমাখালী এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর নূরকে জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে আটক করা হয়। আব্দুল নূর নড়াইল থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে কুষ্টিয়া, ঝিনাইদহ ও নড়াইল এলাকা ঘুরে বুধবার সকালে সীমাখালী এলাকায় আসে।

তিনি জানান, আটকের পরদিন বৃহস্পতিবার শালিখা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ও একই দিনে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শনিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে নূরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সুপার আরো জানান, বিভিন্ন এলাকার শিবির নেতাদের সঙ্গে তার গভীর সম্পর্ক ও যোগাযোগের প্রমাণ মিলেছে। এছাড়া নূরের মোবাইল ফোন ও ফেসবুকে বেশ কিছু সন্দেহজনক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্যই রিমান্ডে আনা হয়েছে।

আরাফাত হোসেন/এএম/এমএএস/আরআইপি