গোয়ালন্দে ইয়াবাসহ যুবক আটক
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে অাবুল কালাম ওরফে লাশ কলাম নামে এক যুবককে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে ফরিদপুর র্যাব-৮।
শনিবার দুপুরে ফরিদপুর র্যাব-৮ এর একটি দল বিশেষ অভিযানে তাকে অাটক করে।
আব্দুল কালাম পেশায় নসিমন চালক হলেও পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে লাশ উদ্ধার কার্যক্রমে সম্পৃক্ত থাকায় এলাকার লোকজন তাকে লাশ কালাম বলেই চেনে।
গ্রেফতার কালাম গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের নছরুদ্দিন সরদার পাড়ার আব্দুর রহমানের ছেলে।
ফরিদপুর র্যাব ক্যাম্প সূত্র জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ এলাকার রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের পিছনে ইয়াবার একটি চালান নিয়ে অবস্থান করছিল কালাম। এ সময় র্যাব সদস্যরা কৃষক সেজে কালামকে অাটক করে।
এ সময় কালামের কোমরে গোজা পলেথিনের দুটি প্যাকেট থেকে মোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের এএসপি হাফিজুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান