ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে গ্রেনেড ও গুলি উদ্ধার

প্রকাশিত: ০৭:৩২ এএম, ১৭ জুলাই ২০১৬

শেরপুরের ঝিনাইগাতী বড় গজনী এলাকায় অভিযান চালিয়ে গ্রেনেড, পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ভোরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

আটক দুজন হলেন- নাগেন্দ্র সার্মার ছেলে শিষ্ট মারাক (৪৫) এবং মৃত জ্যাকব মারাকের ছেলে অনুকূল হাগিদক (৫৫)। শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল ওয়ারিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে এসআই সজীব খানের নেতৃত্বে অবৈধ অস্ত্রের সন্ধানে অভিযান চালায় ডিবি। এ সময় আটক শিষ্ট মারাকের বসতবাড়ির মাটি খুঁড়ে একটি গ্রেনেড, একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আটক শিষ্ট মারাক ও অনুকূল হাগিদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

হাকিম বাবুল/আরএস/এমএস

আরও পড়ুন