ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে কলেজছাত্রীকে কুপিয়ে জখম : আটক ১

প্রকাশিত: ১১:২৫ এএম, ১৭ জুলাই ২০১৬

জামালপুরে সাবরিনা আক্তার শাকিলা (১৮) নামে এক কলেজছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে তার স্বামী। রোববার দুপুরে শহরের তমালতলা মোড়ে এ ঘটনা ঘটে।

পরে জনতা আরিফ হোসেন (৩০) নামে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত কলেজছাত্রী সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আতাহার আলীর মেয়ে। আরিফ হোসেন সদর উপজেলার লক্ষ্মীরচর গ্রামের ইদিল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১টার দিকে জামালপুর শহরের তমালতলা এলাকায় কাপড় কিনতে আসেন জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সারবিনা আক্তার শাকিলা। এ সময় ওঁৎ পেতে থাকা ওই ছাত্রীর স্বামী আরিফ হোসেন তাকে কুপিয়ে জখম করেন।

এ সময় উপস্থিত লোকজন আরিফকে আটক করে পুলিশে খবর দেয় এবং শাকিলাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আরিফকে আটক করে থানায় নিয়ে যায়।
 
শাকিলার মামাতো ভাই আমির হোসেন সুজা জানান, ২০১৫ সালে শাকিলাকে অপহরণ করে বিয়ে করে আরিফ হোসেন। এ ঘটনায় আরিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। পরে বিয়ের তিন মাস পর শাকিলাকে উদ্ধার করে আরিফের কাছ থেকে ডিভোর্স নেওয়া হয়। ওই মামলায় আরিফ গ্রেফতারের পর জামিন পেয়ে শাকিলার পরিবারকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ শাকিলার ওপর এই হামলা চালায় আরিফ।
 
জামালপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শাকিলার মাথায় এবং পিঠে ক্ষত হয়েছে। চিকিৎসা চলছে, দ্রুত সে সুস্থ হয়ে উঠবে।   

শুভ্র মেহেদী/এফএ/আরআইপি