ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাধবপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৭ জুলাই ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের সিলেট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭৮ রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই উপজেলার বাঘাসুরা গ্রামের দুলাল মিয়া এবং তাজপুর গ্রামের রফিক মিয়ার মাঝে রোববার দুপুরে স্থানীয় দরগাহ গেট এলাকায় বাগ্‌বিণ্ডা হয়। একপর্যায়ে রফিক মিয়াসহ কয়েকজন দুলাল মিয়াকে মারধর করে।

এ খবর বাঘাসুরা গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী মসজিদের মাইকে সংঘর্ষের প্রস্তুতি নেয়ার জন্য প্রচার করতে থাকে। খবর পেয়ে পাল্টা প্রচারণা চালায় তাজপুর গ্রামের লোকজনও। মুহূর্তের মধ্যে উভয় গ্রামের লোকজন লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে দরগাহ গেট এলাকায় জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় বিকেল ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে অর্ধশত লোক আহত হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আসম শামসুর রহমান ভূঁইয়া, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তা ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭৮ রাউন্ড রাবার বুলেট ও ১ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

সংঘর্ষে গুরুতর আহতদের মাঝে রফিক মিয়া ও দুলাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আসম শামসুর রহমান ভূঁইয়া জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দু্ই গ্রামের লোকজনের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর