বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় নিহত ১
বঙ্গোপসাগরে মনপুরায় মাছ ধরার ট্রলার এফবি শারমিনে জলদস্যুদের হামলা ও গুলিতে মহসিন (৪৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ জেলে আহত হয়েছেন।
নিহত মহসিনের বাড়ি মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে আনন্দবাজার এলাকায়।
রোববার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন সাগরে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহত জেলেরা হলেন- বশির মাঝি, মহিউদ্দিন, হালিম মাঝি, মালেক মাঝি, হোসেন, সাহেব আলী, জাহাঙ্গীর, নুরে আলম, রফিক মাঝি, সাহাবুদ্দিন মাঝি, কালাম, হাসান, মান্নান, ফজলু, সুলতান মাঝি, রহমান, জামাল, মনির, শহীদ ও জাফর। এদের সবার বাড়ি মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
ট্রলারে থাকা জেলে বশির সেরাং জানান, রোববার রাত সাড়ে ৩টায় চট্টগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন সাগর মোহনায় মাছ ধরা অবস্থায় জলদস্যুরা গুলি করে হামলা চালায়। এতে তাদের সহযোগী জেলে মহসিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে জলস্যুরা ট্রলারে উঠে তাদের এলোপাতাড়ি মারতে থাকে। তখন ট্রলারে থাকা জেলেরা সাগরে পড়ে যান। একপর্যায়ে জলস্যুদের পা ধরে বশির সেরাং সাগরে পড়ে যাওয়া মাঝিদের ট্রলারে উঠিয়ে নেয়।
পরে জলস্যুরা ট্রলারে থাকা সব জেলেকে ট্রলারের ভেতরে আটকে রাখে। তাদের ট্রলারসহ জলস্যুদের ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরা অবস্থায় অন্য ট্রলারে ডাকাতি করে। ডাকাতি শেষে ট্রলারে থাকা মাছ, জাল ও ইঞ্জিন খুলে নিয়ে যায়।
বশির সেরাং আরো জানান, দুপুরের দিকে ট্রলারটি হাতিয়ার কাছাকাছি নোঙর অবস্থায় দেখা যায়। কিন্তু এখন পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশ ট্রলারটি উদ্ধার করতে আসেনি।
এ ব্যাপারে হাতিয়ার কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে জেলেদের উদ্ধারের তৎপরতা চলছে।
অমিতাভ অপু/এএম/পিআর/এমএফ