ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে ৪ জঙ্গি আটক

প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৭ জুলাই ২০১৬

কুড়িগ্রাম শহরের একটি ছাত্রাবাস থেকে জঙ্গি সন্দেহে কুড়িগ্রাম সরকারি কলেজের ৪ শিক্ষার্থীকে আটক করে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

রোববার বিকেলে পৌর এলাকার উত্তর কামারপাড়াস্থ তৌহিদ ছাত্রাবাস থেকে জিহাদি বইসহ তাদের আটক করা হয়। তারা হলেন, ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় এলাকার সৈয়দ আলীর ছেলে আজিজার রহমান আজিজ (২০)। সে কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স গণিত বিভাগের ২য় বর্ষের ছাত্র। সাহজামাল (২৫)। অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র। ফুলবাড়ী হাসপাতাল এলাকার হাছেন আলীর ছেলে। নাগেশ্বরী উপজেলার চড়ুয়াপাড়া গ্রামের আনছার আলীর ছেলে নুর আলম (২০)। সে অনার্স বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। এছাড়া উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে রিপন মিয়া (২৬)। সে অনার্স পদার্থ বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

kurigram-Jmb

কুড়িগ্রাম থানা পুলিশের ইনচার্জ জমির উদ্দিন ৪ জঙ্গিকে আটকের তথ্য নিশ্চিত করে বলেন, তাদের জঙ্গি কানেকশন এবং কোনো প্রকার হামলার পরিকল্পনা ছিল কিনা তা জানতে তদন্ত এবং জিজ্ঞাসাবাদ চলছে।

আটক নুর আলম জানান, তার সঙ্গীরা একই এলাকার আহাদ আলীর তৌহিদ ছাত্রাবাস, মেঘলা ছাত্রবাস ও সৌমিক ছাত্রাবাসে দীর্ঘদিন থেকে বসবাস করছে। পুলিশের অভিযানের ভয়ে তার ৬ সঙ্গী পালিয়ে যায়। এরা সবাই জেএমবি’র সাথে জড়িত।

নাজমুল/ এমএএস/পিআর