আত্রাইয়ে পলাতক জেএমবি সদস্য গ্রেফতার
নওগাঁর আত্রাইয়ে অস্ত্র বিস্ফোরক মামলার পলাতক আসামি ও জেএমবি সদস্য আব্দুল জলিলকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে উপজেলার ভবনীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুল জলিল উপজেলার ভবানীপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, ২০০৪ সালে রাণীনগর ও আত্রাই উপজেলাসহ আশেপাশের উপজেলায় সিদ্দিকুল ইসলাম ওরফে ‘বাংলা ভাই’ সরকারের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি গঠন করে হত্যাযজ্ঞ, নির্যাতন, লুটতরাজ ও ঘরবাড়ি ভাঙচুর শুরু করে। সে সময় আব্দুল জলিলও এসবে অংশগ্রহণ করেন। তার বিরুদ্ধে থানায় অস্ত্র বিস্ফোরক দ্রব্যসহ দুটি মামলা রয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, দীর্ঘ দিন থেকে জলিল পলাতক ছিলেন। রোববার সন্ধ্যায় গোপন সংবাদে জানা যায় তিনি গ্রামের এলাকায় এসেছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ভবনীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্বাস আলী/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ২ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৩ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৪ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৫ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির