ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নৌকাডুবিতে নিখোঁজ মাদরাসা সুপারের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৮ জুলাই ২০১৬

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ মাদরাসা সুপারিনটেনডেন্ট মাওলানা হাফিজ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে ঘটনাস্থলের অদূরে বড় হাওরে পানিতে ভাসমান অবস্থায় এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে। তিনি করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল মাদরাসার সুপার ছিলেন। তার বাড়ি একই ইউনিয়নের ইন্দা গ্রামে।

শনিবার রাতে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বড় হাওরে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, গত শনিবার রাত ৮টার দিকে জয়কা বাজার পাকা সেতু এলাকা থেকে ১১ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা পার্শ্ববর্তী ইন্দাছুল্লি গ্রামে যাচ্ছিল।

মাঝপথে বড় হাওরে যাওয়ার পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মাওলানা হাফিজ উদ্দিন।

নূর মোহাম্মদ/এফএ/আরআইপি/এমএফ

আরও পড়ুন