ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিন্টুর কলেজ সরকারিকরণ : গোপালপুরে হরতাল পালিত

প্রকাশিত: ১০:২৬ এএম, ১৮ জুলাই ২০১৬

টাঙ্গাইলের গোপালপুরে স্থানীয় আওয়ামী লীগের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালিত হয়।

হরতালের কারণে সকাল থেকে কোনো দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েছে জনগণ।

আন্দোলনকারীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাকারী ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি, বিএনপির সাবেক উপমন্ত্রী, পলাতক জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দিনের বড় ভাই আব্দুস সালাম পিন্টুর প্রতিষ্ঠিত বিতর্কিত মেহেরুন্নেসা মহিলা কলেজ সরকারিকরণের প্রতিবাদে গোপালপুর আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ এ আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।

এদিকে একই আন্দোলনের অংশ হিসেবে গোপালপুর কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষক শিক্ষার্থী এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালপুর-টাঙ্গাইল ও টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

দুদিনের কর্মসূচির অংশ হিসেবে উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা, উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় জনগণ হরতাল-অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

আরিফ উর রহমান টগর/এসএস/পিআর

আরও পড়ুন