ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাষ্ট্র ও নারীবিরোধী প্রশ্ন করায় শিক্ষক আটক

প্রকাশিত: ০৫:১৭ এএম, ১৯ জুলাই ২০১৬

মানিকগঞ্জে সপ্তম শ্রেণির পরীক্ষায় রাষ্ট্র ও নারীবিরোধী প্রশ্ন করার অভিযোগে ইব্রাহিম দেওয়ান নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক।

সোমবার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হলেও রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ সোমবারের পরীক্ষা বাতিল ঘোষণা করে ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

পুলিশ ও স্কুল সূত্র জানায়, সোমবার সকাল ৮ টা থেকে ১০ টা পযন্ত সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি (সৃজনশীল) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার প্রশ্নপত্রের ১নং প্রশ্নে- জারিফ খুব নীতিবান ও প্রতিবাদী ছেলে। রাষ্ট্রের অত্যাচার-অনিয়ম দেখলে তার রক্ত শিউরে উঠে। বিভিন্ন ক্ষেত্রে সরকার ও বিরোধী দলের দুর্বল ভূমিকায় সে খুব ক্ষুব্ধ। তাই নিজেই ভিক্ষুক সেজে কৌশলে অন্যায়কারীদের শায়েস্তা শুরু করে। এখানে উত্তর দিতে বলা হয়েছে উদ্দীপকে জারিফের কার্যাবলি বাংলার কোন আন্দোলনের সঙ্গে সাদৃশ্য আছে।

এছাড়া ৪ নং প্রশ্নে বলা হয়েছে- বাংলাদেশে নারীদের স্বর্গ রাজ্য। নারীরা বিভিন্ন কোটার বদৌলতে বড় বড় পদে আসীন। মিস্টার `ই` একজন মহিলা সচিব। সে তার স্বামীকে দিয়ে সংসারের সকল কাজ করায়। তারপর প্রায়ই নির্যাতন করে। অসহায় স্বামী সন্তানদের মুখের দিকে তাকিয়ে নীরবে সব লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে। এখানে শিক্ষার্থীদের উত্তর দিতে বলা হয়েছে `ই` এর স্বামী তুমি হলে কি করতে? `ই` এর স্বামীর নীরবে নির্যাতন সহ্য করার প্রতিকার রাষ্ট্রীয় আইনে থাকা দরকার বিশ্লেষণ কর।

এছাড়া আরো কয়েকটি প্রশ্ন পাঠ্যবই ও সিলেবাসের বাইরে থেকে করা হয়েছে। যেখানে অসঙ্গতিপুর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিসের ছেলে সপ্তম শ্রেণির পরীক্ষা শেষে তার মাকে প্রশ্ন দেখায়। এসময় রাষ্ট্র বিরোধী ও নারী বিদ্বেষী বিষয়গুলো নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে অবগত করেন। পরে প্রশ্ন দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ সুপারকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।

পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, ইব্রাহিম দেওয়ান সপ্তম শ্রেণির পরীক্ষায় যে প্রশ্ন করেছেন, তা কোমলমতি শিশু ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তাকে আটক করা হয়েছে। রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হবে।

মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আযিযী জানান, সোমবারের পরীক্ষা বাতিল করে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

খোরশেদ/এফএ/পিআর