ঝিনাইদহে `বন্দুকযুদ্ধে` নিহত যুবক ইবি ছাত্র সাইফুল
ঝিনাইদহ সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত যুবক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম মামুন (২২) বলে জানা গেছে।
নিহত সাইফুল শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের পুটিমারি গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ও শিবিরকর্মী বলে জানা গেছে।
সোমবার রাত ৩টার দিকের এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় বেশ কিছু অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাত ৩টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের চারমাইল নামক স্থানে টহল দিচ্ছিল পুলিশ। এসময় সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে।
পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ১০ মিনিট ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম মামুন নামে ওই যুবক নিহত হয়। তবে অন্য সন্ত্রাসীরা সবাই পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান, পাঁচটি হাতবোমা, গুলি, হাঁসুয়া ও রামদা উদ্ধার করেছে পুলিশ। যুবকের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর/এমএফ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ