ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে পুলিশি পাহারায় গাড়ি পারাপার

প্রকাশিত: ০৭:০৮ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

লক্ষ্মীপুরে পুলিশি পাহারায় আটকে পড়া যানবাহনকে তাদের গন্তব্যে ছেড়ে যেতে দেখা গেছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে জেলার বিভিন্ন স্থানে আটকেপড়া অর্ধশতাধিক গাড়ি ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে লক্ষ্মীপুর ছেড়ে গেছে। এর মধ্যে চট্টগ্রাম ও ঢাকাগামী দুটি যাত্রীবাহী বাসও ছিল। এ ছাড়া বিভিন্নস্থানে আটকেপড়া প্রায় ৫০টির অধিক মালবাহী ট্রাক লক্ষ্মীপুরে আসতেও দেখা যায়। তবে এতে পরিবহন শ্রমিক ও যাত্রীরা দারুন খুশি।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের ঝুমুর সিনেমা হল এলাকায় পুলিশ পাহারায় বিভিন্নস্থান থেকে অর্ধশতাধিক গাড়ি এসে জড়ো হয়। এর মধ্যে পাশের জেলা চাঁদপুর থেকে এসেছে প্রায় ২০/২৫টি যানবাহন। রাত ৮টার দিকে পুলিশি নিরাপত্তার মধ্যে মালবাহী ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাস লক্ষ্মীপুর-নোয়াখালী জেলার সীমান্ত এলাকা চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এসময় যানবাহনগুলোর সামনে, মাঝে ও পেছনে পুলিশের গাড়ি পাহারায় ছিল। এ ছাড়াও এদিন দুপুরের পর থেকে ৩০টির বেশী বিভিন্ন মালবাহী যানবাহন লক্ষ্মীপুরে এসে পৌঁছেছে।

শাহ আলম নামে এক ট্রাকচালক জানান, তিনি অবরোধের আগে ভোলা থেকে এসে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ফেরিঘাটে অবরোধের কারণে আটকা পড়েন। পুলিশ পাহারায় তিনি এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। নিরাপদে গাড়ি নিয়ে গন্তব্যে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গাড়ি বহরের নিরাপত্তায় নিয়োজিত লক্ষ্মীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু নাসের জানান, সরকারি নির্দেশ মোতাবেক জেলার বিভিন্ন স্থানে আটকেপড়া যানবাহনগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন তারা। গাড়ি গুলোকে লক্ষ্মীপুর-নোয়াখালী জেলার সীমান্ত এলাকা চন্দ্রগঞ্জে নেওয়ার পর নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশকে বুঝিয়ে দেন তারা। পথিমধ্যে স্ব-স্ব থানা পুলিশ গাড়িগুলোকে নিরাপত্তা দেবেন বলে জানান তিনি।