ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৯ জুলাই ২০১৬

মানিকগঞ্জে পৃথক স্থান থেকে এক শিশুসহ অজ্ঞাত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপর মরদেহটি পুরুষ না নারীর ময়নাতদন্তেও তা নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার মানিকগঞ্জ সদর ও শিবালয় উপজেলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

সদর থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পৌর এলাকার নারাঙ্গাই গ্রামে নির্মাণাধীন একটি বাসার পাশে গলিত একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) মো. লুৎফর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। তবে ময়নাতদন্তেও মরদেহটি নারী না পুরুষের তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।

এ ব্যাপারে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, মরদেহের অধিকাংশে মাংসপেশী ছিল না। ২০/২৫ দিন আগে তার মৃত্যু কিংবা তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। এ ঘটনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

অপরদিকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবালয় উপজেলা ধুতরাবাড়ি এলাকায় কম্বলে পেঁচানো অজ্ঞাত পরিচয় পাঁচ বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ধুতরাবাড়ি এলাকায় একটি নির্জন স্থানে কম্বলে পেঁচানো শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। শিশুটির পরিচয় জানা যায়নি।

বি.এম খোরশেদ/এআরএ/আরআইপি