ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে তারা হত্যার রহস্য উন্মোচন : আটক ৫

প্রকাশিত: ১১:৫৪ এএম, ২০ জুলাই ২০১৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কৃষক তারা মিয়া (৫০) হত্যার রহস্য উন্মোচন হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের ঘটনার মূল পরিকল্পনাকারী এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত রোববার হত্যার মূল পরিকল্পনাকারী এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তারা হলেন, মূল পরিকল্পনাকারী কান্ঠালিয়া গ্রামের সুবল সুত্রধরের স্ত্রী আলোরানী (৪৫), একই গ্রামের পংকজ সুত্রধর (২৩), কাইচতারা গ্রামের জাকির হোসেন (৩৪), পাহাড়পুর গ্রামের বাবু মিয়া (২৬), মুসলিমপাড়া গ্রামের শামসুল হক (৬৫) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগঞ্জ গ্রামের জাহিদ (৩৫)।
 
মামলা তদন্তকারী কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, তারা মিয়ার বাবার নাম ফইজ উদ্দিন বেপারি। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দাচালা গ্রামে। তিনি মির্জাপুর পৌরসভার পাহাড়পুর গ্রামের আসাদ মিয়ার মেয়ের জামাই। গত ১০ বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতেন।

সেখানে তিনি প্রতিবেশী আলোরানী সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। আলোরানী বিয়ের জন্য চাপ দিলে তারা মিয়া তাতে অস্বীকৃতি জানায়। পরে আলোরানী তাকে ভাড়াটিয়া লোক দিয়ে হত্যা করে। পুলিশ স্থানীয়দের খবরে পৌর এলাকায় দুর্গাপুর গ্রামের পরিমল সাহার কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় হত্যা মামলা হয়। ঘটনায় জড়িত অভিযোগে আলোরানীকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি চারজনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। মূল পরিকল্পনাকারীসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/এএম/এবিএস