ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে চালকের হাত-পা বেঁধে টমটম ছিনতাই

প্রকাশিত: ০১:০৬ পিএম, ২০ জুলাই ২০১৬

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে চালকের হাত-পা বেঁধে টমটম ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
 
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শায়েস্তাগঞ্জ পুরানবাজার-কলিমনগর সড়কের আলাপুরে এ ঘটনা ঘটে। টমটম চালক সুদিয়াখলা গ্রামের আঃ রউফের ছেলে সাকির মিয়া (১৬)।

জানা যায়, টমটম চালক সাকির মিয়া ড্রাইভার বাজার থেকে ৫-৬ জন যাত্রী নিয়ে পুরানবাজার হয়ে কলিমনগর যাচ্ছিলেন। পথিমধ্যে টমটমে থাকা যাত্রীবেশি ছিনতাইকারীরা কলিমনগর সড়কের আলাপুরে চালককে হাত-পা বেঁধে সড়কের পাশে ধান ক্ষেতে ফেলে দিয়ে টমটম নিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা চালক সাকির মিয়ার কান্না শুনে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
 
টমটম মালিক হারুন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এই বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এএম/এবিএস