ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার : কার্গো শ্রমিক নিখোঁজ

প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২০ জুলাই ২০১৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আমির হোসেন নামে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মধ্যনগর বি. পি স্কুল অ্যান্ড কলেজের সামনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমির হোসেন মধ্যনগর থানা সদর এলাকার বাসিন্দা আব্দুস শহীদের ছেলে।

মধ্যনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে শিশু আমির হোসেন নিজ বাসা থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পায়নি। বুধবার সকালে মধ্যনগর বি. পি স্কুল অ্যান্ড কলেজের সামনের ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, ছাতকে সুরমা নদীতে ডুবে নাঈম আহমদ (২২) নামে এক কার্গো শ্রমিক মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নাঈম নড়াইলের লোহাগড়া থানার চরবক জুড়ি গ্রামের শওকত আহমদের ছেলে।

ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে ছাতক পৌর-শহরের টেংগারগাঁও এলাকায় সুরমা নদীতে নোঙ্গর করা পাথরবোঝাই এমভি হিমিমালা কার্গোটির রশি খুলতে গিয়ে কার্গো শ্রমিক নাঈম সুরমা নদীতে পড়ে প্রবল স্রোতে তলিয়ে যায়।

পুলিশ ও এলাকাবাসী নদীতে অনেক খোঁজাখুজি করেও তার হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হিমিমালা কার্গো সংশ্লিষ্ট এক শ্রমিক।
 
রাজু আহমেদ রমজান/এআরএ/এবিএস