ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে বোমা ফাটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ২০০ ভরি স্বর্ণ লুট

প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২০ জুলাই ২০১৬

ফরিদপুরে স্বর্ণের দোকানে ককটেল ফাটিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় ২শ’ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। বুধবার রাত সোয়া ৮টার দিকে শহরের নীলটুলি স্বর্ণকার পট্টির বাংলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস মার্কেটে দি নিউ মেঘনা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানা গেছে।

দোকানের এক পালিস কর্মকার জানান, ৪/৫ জন ডাকাত পিস্তল হাতে দোকানে ঢুকে সবাইকে জিম্মি করে স্বর্ণের অংলঙ্কারগুলো লুটে নেয়। এ সময় দোকানের বাইরে আরো ৯/১০ জন ডাকাত অবস্থান নেয়। ডাকাতরা সকলেই মুখোশ পরে ছিল। লুট শেষে ডাকাতরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এ সময় কমপক্ষে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মাইক্রোবাস ১০/১৫ ডাকাতকে ওই দোকানের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। ককটেল বিষ্ফোরণে পুরো এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে যায়। এ কারণে কোনো কিছু দেখা যাচ্ছিল না।


এদিকে ডাকাতি ও ককটেল বিস্ফোরণে ওই্ এলাকায় সকল স্বর্ণের দোকান ও কয়েকটি ক্লিনিক, ডায়াগনিস্টক সেন্টারসহ পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার জামিল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দোকান মালিক স্বপন কুমার জানান, আনুমানিক ২শ’ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাতরা। সব হিসেব না করে সঠিক পরিমাণ বলা যাবে না বলেও জানান তিনি।

এদিকে দোকান ও সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যেই অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।

এসএম তরুণ/বিএ

আরও পড়ুন