ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে ট্রেনের সঙ্গে ট্রাকের সংর্ঘষ

প্রকাশিত: ০৪:৩৪ এএম, ২১ জুলাই ২০১৬

ফেনীতে ট্রেন ও ট্রাকের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ ঘটনার ফলে প্রায় সাত ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল ও সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর সকাল ১০টা থেকে চট্টগ্রামমুখী ডাবল লাইনের মধ্যে একটি লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।

ফেনী রেলস্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ৩টার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক ফতেপুর রেল গেটের উপর বিকল হয়ে পড়লে একটি ট্রেন এসে সেটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

চট্রগ্রাম ও লাকসাম রেল স্টেশন থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ চালাচ্ছে।

জহিরুল হক মিলু/এফএ/এবিএস

আরও পড়ুন