ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাবিপ্রবির এমএস ভর্তির ফরম জমাদানের সময় পরিবর্তন

প্রকাশিত: ০৮:১৩ এএম, ২১ জুলাই ২০১৬

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জুলাই-ডিসেম্বর ২০১৬ সেমিস্টারে এম.এস কোর্সে ভর্তির ফরম জমাদানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৪ আগস্ট ২০১৬। বিভাগ থেকে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের অফিসে আবেদনপত্র পাঠানোর তারিখ ১৮ আগস্ট। নির্বাচিত প্রার্থীদের ভর্তির তারিখ ২৩ আগস্ট থেকে ২৪ আগস্ট। ক্লাশ শুরুর সম্ভাব্য তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৬।

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি