রাজবাড়ীতে কিশোরের রহস্যজনক মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌরসভা এলাকা থেকে লিপু (১২) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডের আদর্শ গুচ্ছগ্রামের একটি ঘর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
নিহত লিপু ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে লিপু ঘুমানোর উদ্দেশ্যে নিজের ঘরে যায়। বৃহস্পতিবার সকালে তার ঘরের দরজা খুলতেই দেখা যায় ওই ঘরের আড়ার সঙ্গে লিপুর মরদেহ ঝুলছে।
পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, রাতের কোনো এক সময় কেউ তাকে হত্যা করেছে। বিষয়টি সে সময়ই গোয়ালন্দ থানায় জানানো হয়।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে সকালে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব না লিপুকে হত্যা করা হয়েছে, নাকি সে আত্মহত্যা করেছে।
রুবেলুর রহমান/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান