ছাত্র-মাওলানাসহ সাতক্ষীরায় নিখোঁজ ৫
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বিভাগের ছাত্র ও সাতক্ষীরার তালা উপজেলার এক মাওলানাসহ পাঁচজন দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার জেলা পুলিশের তথ্য কর্মকর্তা সূত্র এ বিষয় নিশ্চিত করেছে।
পুলিশের তথ্যমতে নিখোঁজরা হলেন- জেলার কলারোয়া উপজেলার গদখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে মাওলানা জাকির হোসেন (৩৮), মুরালিকাটি গ্রামের আজগর আলীর ছেলে মাদরাসার ছাত্র আব্দুল কাদের (১৬), তালা উপজেলার সাতপাকিয়া গ্রামের আব্বাস গাজীর ছেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বিভাগের ছাত্র রাশেদ গাজী (২৪), শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের জলিল গাজীর ছেলে এ রউফ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হাবিব হোসেন সুজন (১৬) ও পরানপুর গ্রামের দাউদ গাজীর ছেলে শ্যামনগর সরকারি মহসীন কলেজের ছাত্র শাকিল হোসেন দোলন (১৭)।
সদর থানা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জাগো নিউজকে জানান, নিখোঁজদের তালিকা পুলিশের কাছে রয়েছে। তাদের নিখোঁজ হওয়ার কারণ অনুসন্ধান ও উদ্ধারে কাজ করছে পুলিশ। তবে এখনো কারো খোঁজ মিলেনি।
আকরামুল ইসলাম/এএম/পিআর/এমএফ