ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে শিক্ষিকাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৭:৪৩ এএম, ১০ জানুয়ারি ২০১৫

চট্টগ্রামে নার্সিং কলেজের এক শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে নগরীর পাঁচলাইশ থানার চকবাজার তেলপট্টি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার নাম অঞ্জলী রানী দেবী (৫৭)।

পুলিশ জানিয়েছে, তিনি পাঁচলাইশের তেলিপট্টি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। অঞ্জলী তেলিপট্টি মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলাে পৌনে ১২টার দিকে চিকিৎসক অঞ্জলীকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানা পুলিশের ওসি মাহমুদ জানিয়েছেন, অঞ্জলীর ব্যাগ ও মোবাইল পাশেই পড়ে ছিল। কে বা কারা হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।