ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ০৭:৪৬ এএম, ১০ জানুয়ারি ২০১৫

কুমিল্লার নাঙ্গলকোটে মেরামত ও উদ্ধার কাজ শেষে ছয় ঘণ্টার পর চালু হলো চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ। বেলা ১১টায় মেরামত কাজ শেষ করা হয়।

রেলপথ লাকসামের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার এ বিষয়টি নিশ্চিত করেন।
 
রেললাইনের স্লিপার খুলে ফেলায় শনিবার ভোর ৫ টায় কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি ও ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটসহ সারাদেশের ট্রেন চলাচল ছয় ঘণ্টা বন্ধ থাকে। পরে লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে মেরামত ও উদ্ধার কাজ শেষ করে। এ ঘটনার পর চট্টগ্রাম থেকে মহানগর প্রভাতীর যাত্রা বাতিল করা হয়।